AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা পেলেন ৩০০ রোগী


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৪:৩৩ পিএম, ২০ জুন, ২০২৪
পলাশে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা পেলেন ৩০০ রোগী

ঈদের ছুটিতে যখন পরিবার পরিজনের সাথে ডাক্তার ও অন্যসব পেশার মানুষজন আনন্দঘন সময় পার করে যাচ্ছেন, সেখানে ডা: মো: শাকিল মাহমুদ বৃষ্টি উপেক্ষা করে নিম্নবিত্ত ও অসহায় প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। 

বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান স্বপ্নাশ্রয় গ্রন্থাগারে এই চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। এছাড়াও ঘোড়াশাল পৌর এলাকার ধলাদিয়া গ্রামেও বৃষ্টি উপেক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি।

চিকিৎসা সেবা প্রদান করা চিকিৎসক হলেন সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাকিল মাহমুদ। এসময় চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেন।

চিকিৎসাসেবা নিতে আসা ৫৫ বছর বয়সী পরিমল ভৌমিক ও চিত্তরঞ্জন পাল বলেন, আমরা গরিব মানুষ, ডাক্তার দেখানোর টাকাও অনেক সময় থাকে না। শহরে গিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই। আমাদের এলাকার ডাক্তার ঈদের ছুটিতে এসে টাকা ছাড়া রোগী দেখতেছেন এমন খবর পেয়ে আমরাও ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তারের সেবা পেয়ে আমরা খুশি হয়েছি।

ডা: মো: শাকিল মাহমুদ বলেন, আমি এই এলাকার সন্তান। এখানকার মানুষের প্রতি আমার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমি আমার বন্ধুদের নিয়ে ঈদে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ঈদের ছুটিতে এসে অহেতুক সময় নষ্ট না করে ভালো কাজে লাগাতে এই আয়োজন করেছি। নিম্নবিত্ত ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!