রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ ছাত্র লীগের উপজেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুন) গোয়ালন্দ বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ চত্বরে বিকেল ৪ টার দিকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।
বাংলাদেশ ছাত্র লীগের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. তুহিন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবির হোসেন রিদয়ের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্র লীগের সভাপতি মো. শাহীন শেখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র লীগের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (জাহিদ)।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ও নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নওয়াব আলী।
এছাড়াও সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ।
বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা প্রথম অধিবেশন শেষে সন্ধ্যা ৭টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা উপস্থিত কাউন্সিলরের আগামীকাল প্রেস রিলিজের মাধ্যমে উপজেলা, পৌর ও কলেজ ছাত্র লীগের কমিটি ঘোষণা করবেন বলে জানিয়ে দেওয়া হয়।
একুশে সংবাদ/বিএইচ