চাঁপাইনবাবগঞ্জের কল্যানপুরে ট্রাকের চাপায় মটরসাইকেল আরোহী মো. জাহিদ শামসুল নামের এক কলেক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কল্যানপুর ফকল্যান্ড মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটে। নিহত জাহিদ শামসুল (৪৫) মোটরসাইকেল আরোহী নাচোল উপজেলার বিনোদপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি নাচোল ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস। পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, সদর মডেল থানার ওসি মো. মেহেদী হাসান।
একুশে সংবাদ/এসএডি