মাদারীপুরের ডাসারে প্রকাশ্য দিবালোকে হাসি খানম নামে এক কলেজ ছাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বহস্পতিবার (১৩ জুন) সকালে ডাসার উপজেলার ধামুসা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছাত্রী সরকারী শেখ হাসিনা ইউমেন্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাগছে, বহস্পতিবার সকালে হাসি খামন নামে এক শিক্ষার্থী কলেজের উদ্দেশ্য বাড়ী থেকে বের হয়। কিছুদূর হেটে যাওয়ার পরে সাদা রংঙের একটি প্রাইভেটকার নিয়ে এসে তার সামনে এসে দাঁড়ায়। এসময় ওই প্রাইভেটকার থেকে নেমে ৩/৪ জন ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে চলে যায়। ওই সময় সড়কে কোন লোকজন ছিল না।
ভুক্তভোগী জানান, একটি সাদা রংয়ের প্রাইভেটকার ব্যবহার করে ছিনতাই করা হয়েছে। পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে সনাক্ত করত পারবে। আমি পুলিশের সহযোগিতা চাই।
ডাসার থানার ওসি এম এম শফিকুল ইসলাম জানান, অভিযোগ দিলে পুলিশ আইনি পদক্ষেপ নিবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

