AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৫:০৮ পিএম, ১২ জুন, ২০২৪
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দুপুর বারোটার দিকে মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই আবু নাইম বলেন, বুধবার দুপুরের দিকে তিশা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এসময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছলে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। তখন আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সব যাত্রী বাস থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চলমান তীব্র দাবদাহের কারণে ইঞ্জিন গরম হয়ে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় ফায়ার সার্ভিস, মেঘনা টোলপ্লাজা কর্তৃপক্ষ বাসটির চালক ও হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনও যানজট সৃষ্টি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একুশে সংবাদ/সম.টি./ এসএডি

 

Link copied!