AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপকূলে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ : ভারতের তিন রাজ্যে জারি সতর্কতা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০২ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

উপকূলে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ : ভারতের তিন রাজ্যে জারি সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দ্রুত স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম ও পার্শ্ববর্তী পশ্চিম-মধ্য এবং দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে।

সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

সোমবার রাত ৯টার দিকে প্রকাশিত আইএমডির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালের মধ্যেই মোন্থা ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নেবে। ওইদিন সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার সংলগ্ন অঞ্চলে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে, দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এসব অঞ্চলে মঙ্গলবার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন। অন্ধ্রর আনাকাপল্লি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে হেল্পলাইন ও কন্ট্রোলরুম, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে রাজ্য প্রশাসন।

অন্যদিকে, তামিলনাড়ুর উপকূলে ইতোমধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। রাজধানী চেন্নাইসহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি তেলঙ্গানার কয়েকটি জেলায় এবং কর্ণাটকের উপকূলীয় এলাকায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রেল ও বিমান চলাচলেও প্রভাব পড়ছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রীদের সম্ভাব্য বিলম্বের বিষয়ে সতর্ক করেছে।

এদিকে ওড়িশার গজপতি জেলায় সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলীয় আট জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং বাসিন্দাদের উচ্চভূমিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!