AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে ট্রাকে ধাক্কা খেয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৯:৪২ এএম, ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে ট্রাকে ধাক্কা খেয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়েছে একটি মালবাহী ট্রেন। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ট্রেনটি সাগরিকা এলাকায় পৌঁছালে একটি চালবোঝাই ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে যায়। ট্রাকটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দিলে সেটি লাইনচ্যুত হয়ে পড়ে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “দুর্ঘটনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনটি মূলত মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। ট্রেন উদ্ধারের কাজ চলছে।”

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!