"স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উদ্ধোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, সালথা থানা পুলিশের এসআই আব্দুল বাছেদ, উপজেলা প্রোগ্রাম অফিসার টিপু সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, জাইকা কর্মকর্তা রিফাদ রিয়াজ প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্মার্ট ভূমিসেবা ও ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা সম্পর্কে আলোচনা করেন, পাশাপাশি স্মার্ট ভূমি সেবায় সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান। আলোচনা সভায় প্রশ্নত্তোরের মাধ্যমে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

