AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

সেন্টমার্টিনে বেড়েছে পানি, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং


সেন্টমার্টিনে বেড়েছে পানি, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেন্টমার্টিনের চারপাশে সমুদ্রের পানির উচ্চতা হু হু করে বেড়েই চলছে। ইতোমধ্যে দ্বীপের চারপাশে আগের তুলনায় সমুদ্রের পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বেড়ে গেছে। এ কারণে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে।

রোববার (২৬ মে) সকাল থেকে টেকনাফসহ সেন্টমার্টিনে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। টেকনাফ থানার ওসি ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। ইতোমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ সংকেত জানার পরপরই টেকনাফ থানা পুলিশের পক্ষ থেকে সেন্টমার্টিসহ টেকনাফ, সাবরাং, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলায় মাইকিং করা হয়। ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে। জলোচ্ছ্বাসের বিষয়টিও মাথায় রেখে আমরা নিরাপদে আশ্রয়ে যেতে দ্বীপটির স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছি।’

যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় পুলিশের টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!