নাটোরের বড়াইগ্রামে ইউনিটি প্রেসক্লাব এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (শনিবার ২৫ মে) সকালে উপজেলার বনপাড়া পৌরসভা তাজমহল সিনেমা হল দ্বিতীয় তলায় ফিতা কেটে, প্রেসক্লাব এর উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
মাহবুব হোসেন এর সভাপতিত্বে ও সাইফুর রহমান চৌধুরী এর সঞ্চালনায় ক্লাব উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খায়রুজ্জামান কামাল, কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন,মুজিবুর রহমান চৌধুরী, সভাপতি, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, দেশের দূর্নীতি অনিয়ম তুলে ধরে যেমন দেশের মানুষের চোখ খুলে দেয়া সাংবাদিকদের দায়িত্ব তেমনি সরকারের উন্নয়ন কর্মকান্ডও জাতির সামনে প্রকাশ করে মানুষকে উৎসাহ দেয়াও সাংবাদিকদের কর্তব্য।
তিনি সকল সংবাদিকদের আরো দায়িত্ববান হয়ে কাজ করার আহবান জানান।
একুশে সংবাদ/ন.প.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

