AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে মটরসাইকেল চোরচক্রের ২ সদস্য আটক



কোটচাঁদপুরে মটরসাইকেল চোরচক্রের ২ সদস্য আটক

মটরসাইকেল চোরচক্রের ২ সদস্যকে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় উদ্ধার করেন দুইটি চোরাই মটর সাইকেল। জিজ্ঞাসাবাদ শেষে ওই দুই জনকে সোমবার আদালত পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুম বেল্লা।
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন, বিভিন্ন সময় চোর চক্রের সদস্যরা কোটচাঁদপুরে থেকে মটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এরমধ্যে গেল ৩ মে কোটচাঁদপুর থানা এলাকা থেকে একটি মটর সাইকেল চুরি।
ওই চুরির ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হয়। মামলা নাম্বার ৩,তারিখ -৩-০৫-২৪। এর সুত্র ধরে শনিবার রাতে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক( এসআই)  মাসুম বেল্লা ও পুলিশ সদস্যরা চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটক করেন চোর চক্রের দুই সদস্যকে। যার মধ্যে রয়েছে দামুড়হুদা কুনিয়া চাঁদপুরের আলাউদ্দিনের ছেলে জালাল হোসেন (৪৫) ও ইব্রাহীমপুরের আজিজুল হকের ছেলে সাহার হোসেন (নিলু) (৩২)।
এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করেন দুইটি চোরাই মটরসাইকেল। উদ্ধার হওয়া মটরসাইকেলের মধ্যে রয়েছে একটি হিরো হোন্ডা ও অন্যটি হিরো মটরসাইকেল। 
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে চোরচক্রের ওই দুই সদস্যকে আদালতে পাঠিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বেল্লা।


একুশে সংবাদ/ সু.কু./ এসএডি

 

 

 

Shwapno
Link copied!