AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
লালপুরে পৌর আ.লীগ নেতা হত্যা

বিচারের দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন


বিচারের দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানবন্ধন করেছে পৌর আওয়ামী লীগ।

সোমবার (৬ মে) দুপুরের দিকে উপজেলা পরিষদের প্রবেশ পথের সামনে লালপুর-বনপাড়া সড়কের দুই পাশে ব্যানার নিয়ে দাড়িয়ে গোপালপুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় শত শত নারী ও পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ হোসেন সাদী, আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভূইঁয়া, পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, নিহত মঞ্জুর ছোট ভাই মোস্তাক হোসেন প্রমুখ। 

আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান বক্তারা।

জানা যায়, ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের পাশে রবিউলের কনফেকশনারী দোকানের সামনে আওয়ামী লীগ নেতা মঞ্জুরকে গুলি করে চলে যায় দুবৃর্ত্তরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এঘটনায় মঞ্জুর ভাই মাসুদ রানা স্থানীয় থানায় ১৬ জনের নামে একটি হত্যা মামলা করেছেন।

 

একুশে সংবাদ/এ.ই.উ/সা.আ

Link copied!