নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান পরিচালনা করে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
কেন্দুয়া থানাপুলিশ সূত্রে জানা যায়, এসআই আব্দুল করিমের নের্তৃত্বে সফল অভিযান পরিচালনা করে রবিবার (২১ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজারের ধান ব্যবসায়ীর গদির পিছন থেকে কুতুবপুর গ্রামের মঞ্জুর হকের ছেলে মো: শিপন মিয়া (২২) নওপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও নওপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আইরুলকে (২২) গ্রেফতার করেছে।
কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার পুলিশ সফল অভিযান পরিচালনা করে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে। সোমবার সকালে জুয়াড়ি মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

