দাওয়াতে তাবলীগের নিছবতে রাঙ্গুনিয়া ওলামায়েকেরামের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা ফেরিঘাট জামে মসজিদে মঙ্গলবার (১৬ এপ্রিল) বাদ এশা পর অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সকাল থেকেই রাঙ্গুনিয়ার দাওয়াতে তাবলীগের এই বৃহত্তর মারকাজে উপস্থিত হতে থাকেন রাঙ্গুনিয়ার বিভিন্ন মসজিদের ঈমামগণ, মাদ্রাসার পরিচালকবৃন্দ, সর্বস্তরের ওলামা মাশায়েখসহ তাওহীদি জনসাধারণ। মসজিদের তিনতলার প্রতিটি ফ্লোর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এরপর শুরু হয় ধর্মীয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন কোদালা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী বড় মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম জান মোহাম্মদ পাড়া মাদ্রাসারা পরিচালক হাফেজ মাওলানা ছাআদত হোসেন, ঢাকা বসুন্ধরা রিচার্স সেন্টারের প্রধান মুফতি মাওলানা এনামুল হক কাসেমী, সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আনাচ মাদানী, মুফতি জানে আলম, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা নুরুল আজিম, ফেরিঘাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. হারুন সওদাগর, সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ প্রমুখ। সভায় অন্তত দেড় হাজারের অধিক ওলামায়েকেরাম ও তাওহীদি জনসাধারণ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

