গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সর্বস্তরেরজনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এম.পি।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকেই পৌরসভার দেওপাড়া এলাকার বাসভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিঁনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী বশির, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এস এম
রবীন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং আ’লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
একুশে সংবাদ/এস কে