AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
টাকা আত্মসাতের অভিযোগ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন


উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামের রৌমারীতে ডিগ্রিরচর চুলকানির খাল (হলহলিয়া নদীর মুখে) বাঁধ নির্মাণ প্রকল্পের ৩৮ লাখ ২০ হাজার ৭০৬ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান ইমান আলীর বিরুদ্ধে। টাকার দাবিতে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলা গেটের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগি মাটি ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক মনফ বিদ্যুৎ সরকার, ডিগ্রিরচর চুলকানির খাল বাঁধ সংস্কার প্রকল্পের সভাপতি ইউপি সদস্য হাবিবুর রহমান, মাটি ব্যবসায়ী ময়েজ উদ্দিন ও লুৎফর রহমান।

বক্তারা বলেন, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রীরচর চুলকানির খাল এলাকায় হলহলিয়া নদীর মুখে বাঁধ নির্মাণ প্রকল্পের খননযন্ত্র বসিয়ে এক হাজার ৬৫০ ফুট দৈর্ঘ্যরে বেড়িবাঁধে ১৬ লাখ ৬৭ হাজার ৯৮৪ ঘন ফুট মাটি দিয়ে ভরাট করা হয়। যার প্রতি হাজার ঘন ফুট মাটির দাম তিন হাজার টাকা। এই হিসেবে ১৬ লাখ ৬৭ হাজার ৯৮৪ ঘন ফুট মাটির দাম হয় ৪৭ লাখ ৫৩ হাজার ৯৫২ টাকা।

এর মধ্যে ১৫ লাখ ১৩ হাজার ২৪৬ টাকা বুঝে পেলেও বাকি জামানতসহ ৩৮ লাখ ২০ হাজার ৭০৬ টাকা পাননি মাটি ব্যবসায়ীরা। ওই বকেয়া টাকা আত্মসাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান ইমান আলী। টাকা চাইতে গেলে দেবেন না বলে জানিয়ে দেন ওই চেয়ারম্যান।

মাটি ব্যবসায়ীরা আরও বলেন, বিভিন্ন জায়গায় ধার-দেনা করে বেড়িবাঁধের নির্মাণ কাজ শেষ করেছেন তারা। বাঁধ নির্মাণ প্রকল্পের মাটি ভরাটের বকেয়া টাকা উদ্ধারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। অভিযোগের বিষয়ে রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলী বলেন, বেড়িবাঁধ নির্মাণ কাজের জন্য একটি প্রকল্প কমিটি আছে। টাকা তুলে মাটি ব্যবসায়ীদের দিয়েছেন কমিটির লোকজন। আমার তাদের
কোনো চুক্তিও হয়নি। আমি শুধু বাঁধ নির্মাণ কাজে সহযোগিতা করেছি।

 

একুশে সংবাদ/স.ই.উ/সা.আ

Link copied!