AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় বেঁধে দেওয়া দামে মিলছে না গরুর মাংস


Ekushey Sangbad
ভাঙ্গুড়া, পাবনা
০৩:১০ পিএম, ২১ মার্চ, ২০২৪

ভাঙ্গুড়ায় বেঁধে দেওয়া দামে মিলছে না গরুর মাংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না গরুর মাংস।

প্রতি কেজি মাংসের দাম ৬৬৫ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও বেশির ভাগ দোকানে এ দামে মিলছে না মাংস। বিক্রি হচ্ছে ৭০০ টাকা বা এর চেয়ে বেশি দামে। অধিকাংশ দোকানে নেই মূল্যতালিকাও।

সরেজমিন বৃহস্পতিবার (২১ মার্চ) ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজার, কালীবাড়ি, উত্তর মেন্দা ও ভাঙ্গুড়া বাজারে এমন চিত্র দেখা যায়।

শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে আদেশ জারি করা হয়।

ভাঙ্গুড়ায় গরুর মাংসের দাম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, শুধু দাম নির্ধারণ করে দিলেই হবে না। নিয়মিত তদারকি বাড়ানো, প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সক্রিয়ভাবে বাজার মনিটরিংয়ে নামানোর দাবি জানান তারা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!