AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে মদ্যপ অবস্থায় ছেলের ধাক্কায় মাটিতে পড়ে বাবার মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:১৬ পিএম, ১৮ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মদ্যপ অবস্থায় ছেলের ধাক্কায় মাটিতে পড়ে বাবার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মদপান করে বাড়ী ভাংচুরের সময় ছেলের আঘাতে মাটিতে পড়ে স্বপন আলী (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন আলী গোসাইবাড়ি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সাজ্জাদ হোসেন।

 

নিহতের স্ত্রীর উদ্ধৃতি দিয়ে ওসি জানান, রোববার রাতে স্বপন অতিরিক্ত মদপান করে বাড়ীতে এসে ঘরের আসবাবপত্র ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধর করতে থাকে।

এসময় ছেলে ইমন বাঁধা দিতে গেলে বাবার সঙ্গে ধাক্কাধাক্কি হয়। স্বপন আলী গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি সাজ্জাদ হোসেন ।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!