"সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শনিবার(২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সরকার মোঃ মনিরুল ইসলাম, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক আহবায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলেন্ড গোমেজ, শিক্ষক জামিরুল ইসলাম, ইউনুস আলী মিঠু, আবু বক্কর সিদ্দিক সহ অনেকে।
জাতীয় ভোটার দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তর আবেদন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয় নির্বাচন অফিস।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

