AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবুঝ শিশুর পাশে দাড়ালেন সেনাবাহিনী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
০১:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
অবুঝ শিশুর পাশে দাড়ালেন সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শনস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী আত্বমানবতার সেবায় শান্তি সম্প্রতি উন্নয়ন এই মূলমন্ত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

এর অংশ হিসেবে খাগড়াছড়ি সদরের শালবন এলাকার অসহায় এক শিশুর সু-চিকিৎসার জন্য মানবিকতার হাত বাড়িয়ে পাশে দাড়ালেন খাগড়াছড়ি সেনা জোন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা শহরের শালবন এলাকার অসহায় ব্যক্তি শারমিন আক্তারের মেয়ে সুররাত ওয়াজিহা এর হার্টের ২ টি ছিদ্র এবং ডাউন সিনড্রম চিকিৎসার জন্য আর্থিক অনুদান বাবদ এক লাখ টাকা প্রদান করেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. শরীফ আহমেদ, পিএসসি।

অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল প্রমুখ।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. শরীফ আহমেদ জানান, শান্তি, সম্প্রতি উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রীতির নিদর্শনস্বরূপ খাগড়াছড়ি সেনা জোন এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।। যার যার অবস্হান থেকে এ জেলার সার্বিক উন্নয়ন এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ও এঅঞ্চলের প্রত্যকটি মানুষের নৈতিক দায়িত্ব।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!