দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে `মাই কেয়ার` ও `প্রফেসর ডা. জিন্নাত আরা নাসরিন, গোল্ড মেডেলিষ্ট ঢাকা মেডিকেল কলেজ` এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার আয়োজনে পায়াক্ট এর নিজস্ব ক্যাম্পাসে ১২ থেকে ২৫ বছর বয়সী ১৫ জন নারীর মাঝে বিনামূল্যে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে দ্বিতীয় ডোস টিকা প্রদান করা হয়।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাসের উপস্থিতিতে টিকা প্রদানে সহযোগিতা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী বেদেনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ দৌলতদিয়া শাখা`র ম্যানেজার মো. মুজিবুর রহমান জুয়েল, প্রজেক্ট অফিসার (শিক্ষা) শেখ রাজীব প্রমুখ।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

