তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীতে নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে স্কুল চত্বরে এ বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালাউদ্দীনের সভাপতিত্বে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,কামারগাঁ ইউপি পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, স্কুলের প্রধান শিক্ষক লহিরউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ড মেম্বার মতিউর রহমান প্রমূখ।
জানা গেছে, এবার হরিপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় থেকে ৩২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

