AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
১০:৩৩ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

যশোরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

যশোর র‌্যাবের অভিযানে ৪২০০ পিচ ইয়াবাসহ ফরিদা খাতুন নামে এক নারী মাদক কারবারী আটক হয়েছে। 

আটক ফরিদা খাতুন ২৮ যশোর রেলগেট এলাকার বাসিন্দা ও চিহ্নিত মাদক কারবারী। 

যশোর র‌্যাব-৬, এর পক্ষ থেকে জানায় ইদানীং সি পি সি ৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধির মাধ্যমে তারা জানতে পারে যে, একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে অবৈধ পন্থা অবলম্বন করে সল্প মূল্যে ইয়াবা ক্রয় করে,  যশোর জেলার বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রি করে আসছে। 

এই ধরনের মাদক কারবারীদের গ্রেপ্তার করার লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি চৌকস দল রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে,  যশোর শহরের উপশহরে ২ সেক্টরে অবস্থিত যশোর ঘোপ সেন্ট্রাল রোডে  অবস্থিত এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সাভিস লিঃ এর ভিতরে অভিযান পরিচালনা করে, অভিযানে একটি কার্টুনের মধ্যে সাবানের বক্সের ভিতরে লুকানো অবস্থায় ৪২শত পিস ইয়াবা উদ্ধার করে, এবং ঘটনাস্থলে উপস্থিত ফরিদা খাতুনকে আটক করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। র‌্যাব-৬ এর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!