ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার সভাপতি ও মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণলয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর ঝালকাঠী আফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর মগবাজারে অবস্থিত ওয়াকফ মিলনায়তনে শনিবার ঝালকাঠী জেলায় জন্ম গ্রহণকারী বিভিন্ন ক্যাডার কর্মকর্তাগনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ঝালকাঠী অফিসার্স এসোসিয়েশন আত্মপ্রকাশ করে এবং প্রথম কমিটি গঠিত হয়। সভায় দুই বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট্য কমিটিতে উপকর কমিশনার আল আমিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, যৌথমূলধন কোম্পানী ও ফার্ম সমূহের পরিদপ্তর রেজিষ্ট্রার (অতি: সচিব) মোঃ মিজানুর রহমান, সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক মো: হারুন অর রশিদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

