নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়িবাড়ি, ললাটি পূব ও পশ্চিমপাড়া এলাকায় চারটি স্পটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় পাঁচ কিলোমিটার এলাকার বিভিন্ন বাসাবাড়িতে নেয়া দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় দুই ইঞ্চি ব্যাসের ৮০৮ফুট অবৈধ পাইপ ও বেশ কিছু রাইজার।
অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার পর তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে সবগুলো পয়েন্ট স্থায়ীভাবে সীলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
এই অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সুরুজ আলমসহ প্রকৌশলী ও ঊর্ধ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মো. সুরুজ আলম বলেন, অবৈধ গ্যাস সংযোগদাতাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। অবৈধ সংযোগের সঙ্গে যাদের সম্পৃক্ততার প্রমাণ পাচ্ছি তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নিচ্ছি।
অবৈধ সংযোগ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

