কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তেলের পাম্পে আগুন লেগেছে।আজ ১৪ জানুয়ারী রবিবার দুপুর সোয়া ১২ টার দিকে মেসার্স জুয়েল ফিলিং স্টেশনে লাগা আগুন মুহুর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে।
আগুনে রাসেল মিয়া (২৫) নামের এক যুবক দগ্ধ হয়েছেন।প্রথমে তাঁকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পাকুন্দিয়া, হোসেনপুর ও কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের সদস্যরা।প্রায় দেড় ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান,আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

