AB Bank
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নীলফামারী-১ আসনে হ্যাটট্রিক করলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার


Ekushey Sangbad
রেজোয়ান ইসলাম, নীলফামারী
০৮:২৯ পিএম, ৭ জানুয়ারি, ২০২৪
নীলফামারী-১ আসনে হ্যাটট্রিক করলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থীকে ৯৫ হাজার ২৪১ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এ জয় লাভ করেন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪ ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯০২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থীকে মোঃ তছলিম উদ্দিন পেয়েছেন ২৪হাজার ৬৬১ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী পেয়েছেন ১৩ হাজার ২২৪ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ০৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৮২৯ জন এবং নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২৬৪ জন, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ২জন। মোট ভোট কেন্দ্র ১৫৪ টি।

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি ‌।

একুশে সংবাদ/এস কে 

Link copied!