AB Bank
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোট দিতে কোলে চড়ে কেন্দ্রে বৃদ্ধ তোফাজ্জল


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১১:০৪ এএম, ৭ জানুয়ারি, ২০২৪
ভোট দিতে কোলে চড়ে কেন্দ্রে বৃদ্ধ তোফাজ্জল

বার্ধক্যে জড়িয়ে যায় কথা। নিজের পায়ে হাঁটতেও পারেন না। তবে আওয়ামী লীগের সমর্থনে নৌকা প্রতীকের ভোট দিতে কোলে চড়ে কেন্দ্রে এসেছেন সত্তরোর্ধ তোফাজ্জল হোসেন।রবিবার (৭ জানুয়ারি) ধামরাইয়ের আব্দুস সোবহান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। 

কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। তাকে কোলে করে ভোটকেন্দ্রে আনেন স্থানীয় এক তরুণ।

তোফাজ্জলের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামী আওয়ামী লীগ করেছেন আজীবন। শরীর অসুস্থ হলেও জোর করেই ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন। তাই ভোট দিতে এসেছি।

এ কেন্দ্রের ১২টি বুথে ভোট দেবেন ৫,২৭১ জন ভোটার।

আব্দুস সোবহান মডেল হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এস এম কামাল হোসেন বলেন, এই কেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা ১০টার মধ্যে ১৫% ভোট গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে। 

সংসদীয় ১৯৩ ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ ও দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে ১৪৯ কেন্দ্রে ৮০৪ কেন্দ্রে ভোট দেবেন ৩,৫৫,৯৮২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১,৭৭,৪১২ ও মহিলা ভোটার ১,৭৮,৫৭০ জন।

একুশে সংবাদ/এস কে 

 

Link copied!