জামালপুর-২ ইসলামপুরে আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে এবং এই নৌকাই দেবে উন্নত সমৃদ্ধ দেশ।
নৌকা প্রতিক প্রার্থী ফরিদুল হক খান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার ভোট দেওয়ার আহবান জানান।
শুক্রবার বিকালে গোয়ালের চর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে মহলগিরি বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন এতে সভাপতিত্বে এতে সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি শাহাদত হোসেন স্বাধীন,মজিবর রহমান শাহজাহান,সাংগগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুবলীগ সভাপতি হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোহন মিয়া সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

