AB Bank
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরগুনার সংসদীয় আসনের ব্যালট পৌচেছে মধ্যে রাতে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,বরগুনা
১১:৪৯ এএম, ২৬ ডিসেম্বর, ২০২৩
বরগুনার সংসদীয় আসনের ব্যালট পৌচেছে মধ্যে রাতে

বরগুনা - ১ আমতলী তালতলী বরগুনা সদর ও পাথরঘাটা বামনা বেতাগী সোমবার মধ্যরাতে ব্যালট পৌঁচেছে বরগুনায়।


জেলায জেলায় ব্যালট পেপার পাঠানোর প্রথম দিন বরগুনা পৌঁছেছে জেলার দুইটি সংসদীয় আসনের ব্যালট পেপার। 

সোমবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে কড়া নিরাপত্তায় ঢাকার তেজগাঁও এর সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনা পৌঁছায় ব্যালট পেপার বহনকারী গাড়িবহর।


এসময় ব্যালটের সঙ্গে পাঠানো হয় পোস্টাল ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প-প্যাড।


ঢাকার তেজগাঁও এর সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম আনতে বরগুনা থেকে ঢাকা যান জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং জেলা নির্বাচন অফিসের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। ঢাকা থেকে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে আসার সময় তাদের নিরাপত্তা দেয় পুলিশ।


সংশ্লিষ্টরা জানান, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তারা ঢাকা থেকে বরগুনা যাত্রা শুরু করেন। এরপর রাত পৌনে ১২টার দিকে বরগুনা পৌঁছান। বরগুনায় ব্যালট রাখা হয়েছে ট্রেজারিতে।


ব্যালট পেপার রাখার পর থেকে ২৪ ঘণ্টা ট্রেজারির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ।


এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিল্টন চাকমা বলেন, সম্পূর্ণ নিরাপদে বরগুনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পৌঁছায়। সব সরঞ্জাম আমরা নিরাপদে রেখেছি। 


এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ট্রেজারির নিরাপত্তায় ২৪ ঘণ্টাই পুলিশ মোতায়েন থাকে। নির্বাচনী সরঞ্জাম আসায় আমরা ট্রেজারির নিরাপত্তা আরও জোরদার করেছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!