চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকট ট্রেনে কাটা পড়ে ৫ টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার(৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৫ টি গরুর মৃত্যু হয়।এর মধ্যে ৪ টি গাভী গরু ও ১ টি এড়ে গরু রয়েছে যার আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা।
স্থানীয় সূত্রে জানাযায়, জীবননগর উপজেলার উথলী গ্রামের মসলেম আলী ২০-২৫ টি গরু ট্রেন লাইনের পাশে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেন উথলী রেলস্টেশন পার হলে গরুর গুলো দূর্ঘটনার কবলে পড়ে।এতে ঘটনাস্থলেই ৫ টি গরুর মৃত্যু হয়।
গরুর মালিক মসলেম আলী কান্নায় ভেঙ্গে পড়ে বলেন,গরু গুলোই আমার শেষ সম্বল। গুরু গুলো মৃত্যু হওয়ার কারনে আমি পথে বসে গেলাম।
একুশে সংবাদ/এস কে