AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজারের সৈকতে ভাসছিল পর্যটক দম্পতির মরদেহ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কক্সবাজার
০২:১৯ পিএম, ৩ ডিসেম্বর, ২০২৩
কক্সবাজারের সৈকতে ভাসছিল পর্যটক দম্পতির মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা। রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে সৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপপরিদর্শক চাঁন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল কাসেম বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সাবিকুন নাহার সুমা।

হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী বলেন, ‘শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, ‘সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।’

 


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!