AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে ৭ দিন ব্যাপি হা-ডু-ডু খেলার উদ্বোধন


Ekushey Sangbad
উলিপুর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০৫:৪৩ পিএম, ২১ নভেম্বর, ২০২৩
উলিপুরে ৭ দিন ব্যাপি হা-ডু-ডু খেলার উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় ও  ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শেখ রাসেল চত্বরে থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ খেলার উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। 


সৌরভ সরকারের সঞ্চালনায় উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের সহঃ অধ্যাপক সাহিনুর আলমগীরের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, হা-ডু-ডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে আগের মতো অনুশীলন হয় না। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতে হা-ডু-ডু সহ দেশীয় খেলার আয়োজন করতে সকলের প্রতি আহ্বান জানান। 

এছাড়াও থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জু সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন। 


বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটি দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে নানা  বয়সের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা বলেন, বেশী বেশী চর্চার মাধ্যমে দেশের জাতীয় খেলা হা-ডু-ডু কে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এই খেলার আয়োজন করা প্রয়োজন।


উল্যেখ্য, উদ্বোধনী খেলায় ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি হা-ডু-ডু দল ও বুড়াবুড়ি ইউনিয়নের হা-ডু-ডু দল অংশগ্রহণ করেন এবং উভয় দল সমান পয়েন্ট অর্জন করেন। 

উদ্বোধনী  খেলাটি পরিচালনা করেন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান। ৭দিন ব্যাপি হা-ডু-ডু এ খেলায় ৮টি দল অংশগ্রহণ করবেন। প্রতিদিন রাত ৮ টায় খেলা শুরু হবে। 

উক্ত খেলার বিজয়ী দলের জন্য ১ম পুরুষ্কার ১টি ষাড় এবং দ্বিতীয় পুরুষ্কার ১টি খাশি দেয়া হবে জানান খেলা কর্তৃপক্ষ।  


একুশে সংবাদ/বিএইচ

Link copied!