AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুদাসপুরে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


Ekushey Sangbad
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, নাটোর
০৯:০৯ পিএম, ১৫ নভেম্বর, ২০২৩

গুরুদাসপুরে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরের আইড়মারী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি গুরুদাসপুর থানা পুলিশ।

আগুনে পোড়া কাভার্ড ভ্যানের চালকের সহকারী আশিক হোসেন(২৫)জানান,সিরাজগঞ্জের উল্লাপাড়া-শাহজাদপুর এলাকায় প্রাণের পন্য সামগ্রী খালাশ করে (ঢাকা মেট্রো উ ১২-৩৬২৩) নাটোর ডিপোতে ফিরছিলেন তারা। গুরুদাসপুরের আইড়মারী ব্রীজ এলাকায় পৌছালে ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়িতে ঢিল ছুড়ে গতিরোধ করে। গুলি ছোঁরার হুমকি দিলে প্রাণ বাঁচাতে চালক ও তিনি গাড়ী থামান। প্রাণভয়ে দৌড়ে পালালে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান তারা। 

বনপাড়া ফায়ার স্টেশান ইনচার্জ আকরামুল ইনচার্জ আকরামুল হাসান তুষার জানান, তারা সন্ধ্যা ৬ টার কিছু পরে গাড়িতে আগুনের সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ কাজে তাদের দুটি ইউনিট কাজ করে। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।

কাভার্ড ভ্যানে আগুনের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন মাষ্টার ও সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী তাৎক্ষনিক হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মহাসড়কে লাঠি মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রা করেছে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন জানান,নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত জোট নাশকতা সৃষ্টি করে ভীতিকর পরিস্থিতির চেষ্টা চালিয়ে যাচ্ছে । শান্তি রক্ষায় আওয়ামীলীগ মাঠে রয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোনোয়ারুজ্জামান জানান, মহাসড়কে কাভার্ড ভ্যানে আগুনের ঘটনায় একটি নাশকতা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। মহাসড়কে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে।#১৫-১১-২০২৩

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!