স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির ঘাটতি স্পষ্ট। এ সমস্যা না কাটালে জনবল নিয়োগ বা অবকাঠামো উন্নয়ন সত্ত্বেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে না।
সোমবার (১২ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, স্বাস্থ্যসেবা জোরদারে সরকার সাত হাজার সুপারনিউমারি পদ সৃষ্টি এবং নতুন তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে পদোন্নতির বঞ্চনায় থাকা চিকিৎসকদের অগ্রাধিকার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
একুশে সংবাদ/ জা.নি/এ.জে
আপনার মতামত লিখুন :