AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূজপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মজলুম ঐক্য পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ



ভূজপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মজলুম ঐক্য পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামের ভূজপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মজলুম ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে)  মাগরিবের নামাজের পর কাজিরহাট বাজারের দক্ষিণ মাথা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মজলুম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা আসগর সালেহী, যুবনেতা মাওলানা বখতিয়ার তালুকদার, মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ মোস্তফা, সাইদুল ইসলাম মুন্না এবং পরিষদের সভাপতি ও ভুক্তভোগী মোহাম্মদ দিদারুল আলম।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ আমান উল্লাহ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ শওকত, মোহাম্মদ এমদাদ ইসলাম, মোহাম্মদ খায়রুল বশর গুরা মিয়া, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আব্দুল মুনাফ, মোহাম্মদ সোলায়মান, ওমর ফারুক, মানিক ও রহিমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত ৭ মে সন্ধ্যায় প্রবাস থেকে পাঠানো একটি মোবাইল ফোন ফেরত না দেওয়াকে কেন্দ্র করে কাজিরহাট বাজারের দক্ষিণ মাথায় বৈদ্যপাড়ার বাসিন্দা ফারুকের সঙ্গে মারধরের একটি ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে মজলুম ঐক্য পরিষদের সভাপতি ও সমাজকর্মী মোহাম্মদ দিদারুল আলমসহ একাধিক সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তারা আরও বলেন, টাকা দিয়ে উপজেলায় কিছু অখ্যাত ফেসবুকভিত্তিক পেজে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

বক্তারা জানান, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বিশেষ করে মোহাম্মদ দিদারুল আলম ওই সময় চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। তারা অভিযোগ করেন, বাদী ফারুক স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ইন্ধনে প্রতিহিংসা চরিতার্থ করতে এই মামলা করেছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, ভূজপুর থানা পুলিশ প্রকৃত ঘটনার মামলা না নিয়ে দিদারুল আলমকে চেনার পরেও টাকা নিয়ে মিথ্যা মামলা গ্রহণ করেছে। অন্যদিকে, এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে না।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেপ্তার এবং থানার পক্ষপাতদুষ্ট আচরণের তদন্ত দাবি জানান।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Shwapno
Link copied!