ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া" শীর্ষক সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ তামাক বিরোধী জোট ও হাইলাইট ফাউন্ডেশন ভাঙ্গা, ফরিদপুর।
সোমবার দুপুরে ভাঙ্গা হাই লাইট চক্ষু হাসপাতাল ফাউন্ডেশনের সভা কক্ষে এই আয়োজন করা হয়।
ভাঙ্গা হাই লাইট চক্ষু হাসপাতাল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ( কর্মকর্তা) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, ভাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম, নাসিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুন্সি মনিরুজ্জামান, মাস্টার আলমগীর হোসেন প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজের তামাক, ধুমপান সেবনের বিষয়ে অভিভাবক ও উঠতি বয়সের শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ধূমপান ও মাদক সেবনে আসক্ত হলে যে সেবন করে তিনিও ধ্বংস, অভিভাবক ও ধ্বংসের মুখে পড়তে হয়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে সকলের জনসচেতনতা বৃদ্ধি করা অপরিহার্য। প্রশাসনের এ বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করি তাহলেই মরণঘাতি ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব।
একুশে সংবাদ/এস কে