ঢাকার অদূরে টঙ্গী রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষে মাজেদ খান (৩৫) নামে ট্রেনের এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। মাজেদ সিলেটের কুলাউড়া এলাকার ইসহাক খানের ছেলে।
রেল পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি টঙ্গীর মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় পাশে থাকা বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর ট্রেনটি থামিয়ে আহত যাত্রীকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ট্রাকের চালক আনোয়ার হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
একুশে সংবাদ/এএইচবি/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

