AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাকে মারধর; ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নরসিংদী
০৬:৪৩ পিএম, ১ নভেম্বর, ২০২৩
মাকে মারধর; ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

নরসিংদীর রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মা‍‍`কে মারধরের অভিযোগে ছেলে সাগর চন্দ্র বর্মন (২২) কে ২ পুড়িয়া গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ শত টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। 

আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো আজগর হোসেন।

জানা যায়, উপজেলার মরজাল ইউনিয়নের সুখমার চন্দ্র বর্মন এবং অনিতা রাণী বর্মনের ছেলে সাগর চন্দ্র বর্মন। মঙ্গলবার বিকেলে স্বামী পরিতৃপ্তা অনিতা রাণী বর্মণ মাদকাসক্ত ছেলের হামলায় লাঞ্চিত হয়ে গুরুতর আহত হন। 

এরপর ভুক্তভোগী ওই মা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ওইদিন রাতে ছেলেকে ২ পুড়িয়া গাঁজাসহ আটক করে পুলিশ। 

অনিতা রাণী বর্মন বলেন, মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে টাকার জন্য ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর আমাকে মারধর করে হাত ভেঙে দেয়। পরে ছেলের বিরুদ্ধে অভিযোগ দেই। এর আগেও সে ৭ মাস ও ২ বছর একই কারনে জেল খাটে। চাই ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক।

নির্বাহী হাকিম মো: আজগর হোসেন বলেন, মা‍‍`কে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ২ পুড়িয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। মাদক দ্রব্য আইনে ৪২/১ এর ধারায় ৫ শত টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!