AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে বিনামূল্যে বীজ ও সার পেলো ৬৭৬০ কৃষক


Ekushey Sangbad
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৭:৩৪ পিএম, ২৭ অক্টোবর, ২০২৩

নিয়ামতপুরে বিনামূল্যে বীজ ও সার পেলো ৬৭৬০ কৃষক

নওগাঁর নিয়ামতপুরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলায় ৬ হাজার ৭৬০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান। 

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ওসি মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়ন তালিকাভুক্ত ৬ হাজার ৭৬০ জন কৃষকের মধ্যে প্রত্যকে গম বীজ ২০ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমূখী বীজ ১ কেজি, চিনাবাদাম বীজ ১০ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি ও খেসারী বীজ ৮ কেজি করে এবং ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!