কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বহু আহত ও নিহতের হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেল স্টেশনের আওটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকামুখী যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনের সঙ্গে কিশোরগঞ্জমুখী মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনও অনেক মরদেহ চাপা পড়ে আছে। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টি বগি লাইনচ্যুত ও অনেকে চাপা পড়েছেন। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার বলেন, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছে ও অনেকে আহত হয়েছে। ঘটনার ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

