ঝিনাইদহের কোটচাঁদপুর রাইয়ান পার্ল হারবালের মুক্তা গবেষণাগারটি পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
সোমবার রাতে এ গবেষণাগারের উদ্ভোধন করেন তিনি।
রাইয়ান পার্ল হারবালের উদ্যোক্তা নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মধ্যে প্রথম মুক্তা গবেষণাগারটি কোটচাঁদপুরের রাইয়ান পার্ল হারবালে। যে গবেষণাগারটি উদ্ভোধন করেছেন,মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। আর এ উদ্ভোধনের মধ্য দিয়ে নতুন একটি দ্বার উন্মোচিত হল আজ।
তিনি বলেন, এ গবেষণাগার থেকে ট্রেনিং করে, তরুণ উদ্যোক্তারা নতুন জ্ঞান অর্জন করেছেন। যা তারা কাজে লাগিয়ে নিজেদের জীবন তথা সমাজকে বদলে দিতে পারবে।
ঝিনুক থেকে ঝিনাইদহের জন্ম। সেই ঝিনুকের মাঝে মুক্তা চাষ ও মুক্তার তৈরি গহনার উৎপাদন বিপনন করে ঝিনাইদহকে মুক্তার নগরী হিসেবে গড়ার আশা প্রকাশ করেন নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সচিবের একান্ত সচিব মাহমুদ উল্লাহ মারুফ, খুলনা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক বিশ্বজিৎ বৈরাগী,
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, জেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার।
উদ্ভোধনের পরে তিনি মুক্তা গবেষণাগারটি পরিদর্শন করেন। ঘুরে ঘুরে দেখেন স্থানীয়ভাবে ঝিনুকের মাঝে উৎপাদিত মুক্তা ও মুক্তার তৈরি গহনা। তিনি এ সব দেখে সন্তোষ প্রকাশ করেন। বলেন, এটা একটা ভাল উদ্যোগ। আমি এ মুক্তা গবেষণাগারে সমৃদ্ধি কামনা করছি। এছাড়া সরকারিভাবে কোন সহায়তা থাকলে তিনি করবেন বলে জানান।
পরে তিনি এশিয়ার বৃহৎ মৎস্য হ্যাচারি কোটচাঁদপুরের বলুহর হ্যাচারি কমপ্লেক্সটিও পরিদর্শন করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কোটচাঁদপুরে রাইয়ান পার্ল হারবালের মুক্তা গবেষণাগার পায়রা উড়িয়ে উদ্ভোধন করছেন, সচিব নাহিদ রশীদ। পরে মুক্তা গবেষণাগার পরিদর্শন করছেন তিনি।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :