বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একটি সময়ের সাহিত্যিক নন, বরং তিনি মানবতা, মনন ও সমাজচিন্তার এক অনন্ত প্রতীক—এমনটাই মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, যতদিন মানবতা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ভাবনায় প্রাসঙ্গিক থাকবেন।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
অনুষ্ঠানের সূচনায় বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর শুরু হয় `রবীন্দ্রনাথ ও বাংলাদেশ` শীর্ষক আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, কবিতা পাঠ, নাট্য মঞ্চায়ন ও সাংস্কৃতিক পরিবেশনা।
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। আলোচনা পর্বে বক্তা হিসেবে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ফারুক বখত।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ব ও পশ্চিমের মাঝে এক অনন্য সেতুবন্ধন সৃষ্টি করে বাংলাভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন। তাঁর সাহিত্যকর্ম আজও পাঠকের হৃদয়ে অনুরণন তোলে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে