এবার ভারতে গমনেচ্ছু বাংলাদেশিদের দ্রুত মেডিকেল ভিসা দেয়ার উদ্যোগ নিয়েছে ভারত। রোববার (১৫ অক্টোবর) থেকে আবেদনের পর দিনই রাজশাহী অঞ্চলের রোগীরা ভারতীয় মেডিকেল ভিসা পেয়ে যাবেন বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
সম্প্রতি রাজশাহীতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
মনোজ কুমার বলেন, ভারতীয় ভিসা দফতরে কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই রোগী ও তার স্বজনদের মেডিকেল ভিসা দেয়া হবে।
তিনি বলেন, আমি এই সুন্দর শহরে সহযোগিতামূলক এবং দুর্দান্ত মানুষদের মধ্যে এক বছর পূর্ণ করেছি। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে মানবতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দফতরে পৌঁছাবে, যাচাইবাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাবে। একই প্রক্রিয়ায় আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসাও এক কার্যদিবসে দেয়া হবে।
ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের সমস্যার সমাধান নিয়ে সহকারী হাইকমিশনার বলেন, এখন মেডিকেল ভিসা প্রার্থীরা তাদের কাগজপত্র জমা দেয়ার তারিখ আগাম পান। ধীরে ধীরে ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেও সময়টাও এগিয়ে আনা হবে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

