চট্টগ্রামের চন্দনাইশ থানার ওসি হিসেবে যোগদান করেছেন ওবায়দুল ইসলাম। রোববার (১ অক্টোবর) নতুন কর্মস্থলে যোগদান করে বিদায়ী ওসি আনোয়ার হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
ওবায়দুল ইসলাম ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনী (সাব-ইন্সপেক্টর) পদে যোগদান করেন।২০১৬ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন।
তিনি ডি এম পি, চট্টগ্রামের সাতকানিয়া, ভূজপুর, বোয়ালখালী লোহাগাড়া সহ বিভিন্ন থানায় দায়িত্ব পালন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ওসি হিসেবে ও পুলিশ সুপার কার্যালয়ে সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য তিনি জুলাই মাসে চট্টগ্রামের শেষ্ঠ ওসি নির্বাচিত হোন।
ওবায়দুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাসিয়ানি এলাকায়। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
একুশে সংবাদ/খ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :