AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৭:২০ পিএম, ১ অক্টোবর, ২০২৩

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা সমাজ সেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও এনজিও সমূহের আয়োজনে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে আজ রোববার সকাল সাড়ে দশটায় ‌এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় পরে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন  ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ ইয়াসিন কবির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুস সামাদ, প্রফেসর মোঃ শাহজাহান ডাক্তার এম এ জলিল, মফিজ ইমাম মিলন , সুলতান মাহমুদ।

 

এ সময় ফরিদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের কে সমাজের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করার আহ্বান জানান। তারা বলেন অনেক সন্তান আছে যারা বাবা মা  কে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসেন অথবা বাবা মায়ের সঠিক যত্ন নেন না। তাদের প্রতি অনুরোধ রেখে বক্তারা বলেন- একদিন আমরা সবাই বৃদ্ধ হবো,তাই আমাদের সবাইকে বাবা মা কে বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করতে হবে।

 

অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় এরা হচ্ছেন শিক্ষকতায় আব্দুল গফুর, প্রবীণ ব্যক্তিত্বে আব্দুর রাজ্জাক মিয়া এবং প্রবীণ মুক্তিযোদ্ধা হিসেবে মোঃ খুশী কে উক্ত সমমনা প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/স.চ.প্র/জাহা

Link copied!