AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ থেকে ৭ বছরের মধ্যে মামলা জট কমে আসবে: প্রধান বিচারপতি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা
০৮:১৮ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৩
৫ থেকে ৭ বছরের মধ্যে মামলা জট কমে আসবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারক সংকটের কারণে মামলার জট কমানো যাচ্ছে না। কম সংখ্যক বিচারক দিয়ে মামলা চালাতে হচ্ছে। এত বেশি মামলা যা স্বল্প সংখ্যক বিচারক দিয়ে কমানো সম্ভব হবে না। তবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে মামলা জট কমে আসবে।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে নির্মাণাধীন ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধন করে এ কথা বলে তিনি। পরে দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করে ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন। পরে ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় যোগ দেন।

 

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমি কুষ্টিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে সংগ্রাম করতে করতে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছি। সংগ্রাম কখনো বিফলে যায় না। সুতরাং ওপরে উঠতে গেলে সংগ্রাম করতে হবে।

 

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমজি আযম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!