AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজেকে রক্ষা করতে পারল না "জিনের রানী"


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,শরীয়তপুর
০৬:০৯ পিএম, ২৮ আগস্ট, ২০২৩
নিজেকে রক্ষা করতে পারল না

অঞ্জনা কর্মকার। এলাকায় তিনি সকল সমস্যা সমাধানের জিনের রানী হিসাবে পরিচিত ছিলেন। দীর্ঘ দিন তিনি এ অবস্থায় কর্ম চালিয়ে আসছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে সোমবার তাকে আটকের পর ৩০দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মানুষের মসকিল আসান করতে পারলেও নিজের কারাদণ্ড ঠেকাতে পারেননি অঞ্জনা দেবি। 

 

ঘটনা পদ্মার ওপারে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুরে। এখানেই অঞ্জনা কর্মকার নামে এই জিনের রানি বসবাস করতেন। 

 

সোমবার (২৮ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রোববার রাতে ভেদেগঞ্জ ইউএনওর নেতৃত্বে অভিযান চালিয়ে রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রাম থেকে অঞ্জনাকে আটক করা হয়। আটক অঞ্জনা কর্মকারের বাড়ি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালীয়া গ্রামে।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা নজরানা নিয়ে জ্বীনের মাধ্যমে সব ধরনের চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রমের কথা বলে প্রতারণা করে আসছিলেন অঞ্জনা কর্মকার। এমন তথ্য পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের একটি দল সেখানে অভিযান চালান এবং তাকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

ভেদরগঞ্জ ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুয়া চিকিৎসক, ভণ্ড কবিরাজদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অভ্যহত থাকবে।

 

একুশে সংবাদ/ন.প্র/জাহা

Link copied!