পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।আজ শনিবার (২৬ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা আ’লীগের কার্যালয় জনতা ভবনে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর বাল্যজীবন, রাজনৈতিক জীবন ও সংগ্রামী জীবন নিয়ে রচনা, দেশত্নেবোধক গান, কবিতা আবৃত্তি, হামদ-নাত দিনব্যাপী প্রতিযোগতা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আ.স.ম ফিরোজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপাড়ার পাশাপাশি দেশের উল্লেখযোগ্য দেশপ্রেমিক লোকদের সম্পর্কে জানতে হবে। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী জানতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি পাঠবহিরভূত শিক্ষা অর্জন করতে হবে। বর্তমানে শেখ হাসিনার সরকারের জন্য দেশের শিক্ষার মান ফিরে এসেছে। দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
উপজেলা আ’লীগের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আ’লীগের আন্তর্জাতিক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রায়হান সাকিব, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বশার তালুকদার, উপজেলা আ’লীগের সহসভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সহসভাপতি নুর মোহাম্মদ মিয়া, অ্যাড.মফিজুর রহমান,উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, যুগ্ম সম্পাদক ও সূর্যমনী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে ২৩৯টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬৬১জন, ৫৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৬০জন, ১১টি কলেজ থেকে ৫৬জন ৩৭টি মাদ্রাসা থেকে ১৬৯জন প্রতিযোগী বিভিন্ন বিষয় অংশগ্রহণ করেন ।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :