AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী,পুষ্পার্ঘ্য অর্পণ, মসজিদ মন্দিরে দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক  ও পৌর মেয়র আসাদুল হক ভূঞার নেতৃত্বে এক শোক র‍্যালী শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  

বেলা ১১ টায় কেন্দুয়া উপজেলা মডেল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।


বিকালে উপজেলা অডিটোরিয়ামে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।উক্ত স্মরণ সভায় কেন্দুয়া -আটপাড়া মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

 

শোকর‍্যালী, পুষ্পার্ঘ্য অর্পণ, মসজিদ মন্দিরে দোয়া মাহফিল ও প্রার্থনায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, বীর মুক্তিযোদ্ধা গণ, সুশীল সমাজের প্রতিনিধি গণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!